"ইলেকট্রিক্যাল এ পড়তে গেলে যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার" পার্ট (১)
উত্তর : এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
2. পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
উত্তর : বেশি হলে ভাল৷
3. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
উত্তর : রিয়্যাক্টিভ পাওয়ারের মান কমানোর জন্য,এক্টিভ পাওয়ার মান বাড়ানোর জন্য৷
4. ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কি?
উত্তর : কারেন্ট: কোন পরিবাহির মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনসমূহ প্রবাহিত হওয়াকে কারেন্ট বলে৷ভোল্টজ: এই ইলেকট্রন সমূহ স্থানচূত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টজ বলে৷এটা মূল পার্থক্য।
5. পিএলসি কি? কেন পিএলসি ব্যাবহার করি?
উত্তর : প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার৷ফুল একটি প্রোগ্রাম সিস্টেম কে কন্ট্রোল করার জন্য৷
6. সার্ভো ড্রাইভ মোটর কি?
উত্তর : লোড নিয়ন্তণ করা নির্দিষ্ট লোড অনুযায়ী জ্বালানী সরবরাহ দেওয়া৷
7. সার্কিট ব্রেকারে আগুন লাগলে কিভাবে নিভাবেন?
উত্তর : CO2 ফায়ার সিলিন্ডার দ্বারা৷
8. একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আপনি প্রথমে কি করবেন?
উত্তর : প্রথমে মেইন সুইচ অফ করব৷
9. সাধারণত পিটির সেকেন্ডারি ভোল্টেজ কত হয়?
উত্তর : 110 ভোল্ট৷
10. একটি সিটির রেশিও বলুন।
উত্তর : সিটির রেশিও 100/5.
11. আমরা সিটি/পিটি কেন ব্যবহার করি?
উত্তর : CT (Current Transformer) এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
PT (Potential Transformer) এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
12. রিলে কি? কেন ব্যবহার করি? একটি ব্যবহার খেত্র বলেন।
উত্তর : রিলে এমন একটি সয়ংক্রীয় ডিভাইস, যেটি বৈদ্যুতিক সার্কিট এ কোন ফল্ট সংঘটিত হলে, সার্কিট এর প্রটেকটিভ ডিভাইস গুলো কে সয়ংক্রীয় ভাবে অপারেট করে এবং ফল্টযুক্ত অংশ কে ফল্টবিহীন অংশ হতে আলাদা করে ক্ষতির হাত থেকে রক্ষা করে৷
13. বাংলাদেশে সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
উত্তর : 11 হাজার ভোল্ট৷
14. বাংলাদেশে পাওয়ার সিস্টেমে কোথায় কত ভোল্টেজ?
উত্তর : প্রথমে জেনারেটিং উৎপাদন হয় 11 kv, তারপর প্রাইমারী টান্সমিশন লাইনে 230 Kv,সেকেন্ডারী টান্সমিশন লাইনে 132/33 kv, প্রাইমারী ডিষ্ট্রিবিউশন 11 kv, সেকেন্ডারী ডিষ্ট্রিবিউশনে 0.4 Kv.
15. পিজিসিবি, ইজিসিবি, ডিপিডিসি এর কাজ কি?
উত্তর : PGCB শুধু মাত্র এরা পুরো বাংলাদেশে পাওয়ার ট্রান্সমিশন করে থাকে৷তার মানে দেশে এক জায়গা থেকে অন্য জায়গা বিদ্যুৎ সঞ্চালন করাই এদের মূল কাজ৷
No comments